করোনার জেরে বড়সড় ধাক্কা, মূল্যবৃদ্ধি প্যারাসিটামল সহ বেশ কিছু ওষুধের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রায় গোটা বিশ্বে। এই ভাইরাসের মারণ কামড়, কেড়ে নিয়েছে শতাধিক মানুষের প্রাণ। তবে এবার এই ভাইরাসের জেরে মূল্যবৃদ্ধি ঘটল প্যারাসিটামলের।

চিনে করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে, তাই সেখানে ওষুধ উৎপাদনে ভাটা পড়েছে। ফলে চিন থেকে ওষুধ আমদানি একাবারে বন্ধ হয়ে গিয়েছে। ‌যার প্রভাব পড়েছে প্যারাসিটামলের দামে। তাই এবার ভারতের বাজারে এবারে ৪০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে প্যারাসিটামলের।

প্যারাসিটামলের পাশাপাশি অ্যাজিথ্রোমাসিন ওষুধেরও দাম বেড়েছে। তাও একাবারে ৭০ শতাংশ। তবে আশঙ্কা করা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহের দিকেও ‌যদি চিনের পরিস্থিতি স্বাভাবিক আবস্থায় না ফেরে তাহলে ফের বাড়তে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধের দাম।

প্রসঙ্গত, ভারত থেকে মার্কিন বা‌জারে ওষুধ ‌যোগান দেওয়া হয় মাত্র ১২ শতাংশ, বাকি পুরোটাই ‌যায় চিন থেকে। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে চিনের সাথে যোগাযোগ বন্ধ প্রায় গোটা বিশ্বর। ‌আর তারই প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube