করোনার জেরে বিবাহ-বিচ্ছেদের হিড়িক চিনে

নিউজটাইম ওয়েবডেস্ক : চিনে সামাজিক জীবনে প্রভাব করোনা মহামারির। চিনা দম্পতিদের বিবাহিত জীবনে করোনভাইরাস খলনায়ক চরিত্রে অভিনয় করছে। স্থানীয় সংবাদমাধ্যমের সূ্ত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০০ এরও বেশি দম্পতি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছে।

 

দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের দাজহুতে একটি বিবাহ রেজিস্ট্রি ব্যবস্থাপক লু শিজন বলেছেন, শত শত দম্পতি তাদের বিবাহ বন্ধনের কথা ভাবছেন এবং ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য সময়সূচী করে রেখেছেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিবাহবিচ্ছেদের হার আগের তুলনায় বেড়েছে। ক্ষুদ্র কোনো কারণে তরুণ ব্যক্তিরা বিতর্কে জড়াতে চান না তাই তারা ঘরে একাকী সময় কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

 

 যাইহোক, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ডাজহ একমাত্র অঞ্চল নয়। বর্তমানে এর নজিরবিহীন বৃদ্ধি দেখা যাচ্ছে। ইয়ান্তা জেলার আরেকটি বিবাহ নিবন্ধন অফিসেও সেখানে কর্মকর্তাদের অনুরূপ পরিস্থিতি দেখছে বলেছে যে ১৮ ই মার্চ পর্যন্ত বিবাহবিচ্ছেদের কোনও আবেদন নেই।চীনের মূল ভূখণ্ডের ৩,০০০ এরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।

 

তবে দাজৌ ছাড়াও উত্তর পশ্চিম চিনের বিস্তির্ণ এলাকা জুড়ে এই হঠাৎ বিবাহ বিচ্ছেদের হিড়িক লেগেছে। শানজি প্রভিন্সের জিয়ান এলাকার বিবাহ রেজিস্ট্রি অফিসে,করোনা সংক্রমণের জেরে একঘরে হয়ে থাকা দম্পতিরা বিচ্ছেদের মামলা করছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube