
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সতর্কতা সর্বক্ষেত্রে। ১৫ মার্চ মধ্যরাত থেকে সব প্রতিবেশী দেশের সীমান্ত বন্ধ করে দিল ভারত। তবে এখনও ভারত-পাকিস্তান সীমান্ত খোলা রয়েছে। ১৬ মার্চ মধ্যরাত থেকে তাও বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেশি না থাকলে ও ফেব্রুয়ারির শেষ থেকে আরম্ভ হয়েছে এর ভয়াবহতা । মার্চের প্রথমদিক থেকে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৫ মার্চ বেলা ১২টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ ছুঁয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনেক বিদেশিও। মূলত করোনা আক্রান্ত দেশ থেকে আসার ফলেই ভারতে করোনার বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ফলে মানুষের মাধ্যমে মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে। তাই প্রতিবেশী সমস্ত দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এছাড়াও সীমান্ত সংলগ্ন হাটে বিদেশিরা অংশ নিতে পারবেন না। পাশাপাশি, ভারত-বাংলাদেশের বাস ও ট্রেন পরিষেবা রবিরার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে নেপাল, বাংলাদেশ, ভুটান ও মায়ানমারের সঙ্গে কয়েকটি ইমিগ্রেশন চেকপোস্ট খোলা রাখা হয়েছে। সেগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। ১৬ মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানে কারতারপুর সাহিবে যাওয়ার রেজিস্ট্রেশনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022