
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে এবার কারাগারগুলি ফআঁকা করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। রাজ্যজুড়ে প্রায় ৬০০০ বন্দিকে প্যারোলে পাঠাবে পাঞ্জাব প্রশাসন। ৭ বছরের কম সাজা প্রাপ্ত আসামীদের প্যারোলে ছাড়া হবে এখন, জানান পাঞ্জাবের কারাগারের মন্ত্রী সুখবিন্দর রনধাওয়া।
ইতিমধ্যেই পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। বৃহস্পতিবার আরও ২ জন করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন। এই দু’জনের মধ্যে প্রথম জন পাঞ্জাবের শহীদ ভগৎ সিং নগরের বসিন্দা এবং ইনি অন্য এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আক্রান্ত হন। এবং দ্বিতীয় জন হলেন পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। এই দ্বিতীয় ব্যাক্তির বিদেশ ভ্রমণের হদিশ পাওয়া গেছে। অন্যদিকে হরিয়ানা সরকারও এই একইভাবে সাত বছরের কম সাজা প্রাপ্ত বন্দীদের প্যারোলে পাঠাবার অথবা জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারাগার ফাঁকা করার চেষ্টায় এই পদক্ষেপ বলা জানান হরিয়ানার কারাগার মন্ত্রী রঞ্জীত সিং চৌতালা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022