
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা এই মারণ ভাইরাসকে। তারই মধ্য়ে এবার প্রকাশ্যে এবার রেললাইন থেকে উদ্ধার হল জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফারের ছিন্নভিন্ন দেহ।
ইতিমধ্যেই জার্মানিতে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে সেদেশের অর্থনীতিতেও। দেশের এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবেন তা নিয়েই উদ্বীগ্ন থাকার করনেই ওই মন্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করেছেন জার্মানির রাজনীতিবিদরা। হেসের এই অর্থমন্ত্রীর মৃত্যুর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। একইসাথে দেশের অর্থমন্ত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। সুত্রের খবর, জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফার হাইস্পিড ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে ট্রেন লাইনের ওপর থেকে তাঁর ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করা হয়। অর্থমন্ত্রীর মুখ এমনভাবে থেতলে যায় যে প্রথমে বোঝাই যায়নি। পরে উদ্ধারকারী দল গিয়ে দেহ উদ্ধার করার পর তদন্ত করে দেখা যায় ওই দেহটি আসলে অর্থমন্ত্রীরই। শেফারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হেসে প্রদেশের প্রধান ভলকার বুফিয়ের। সংবাদমাধ্যমে এদিন তিনি বলেন,”এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখনও বিশ্বাস করে উঠতে পারছি না।” করোনায় এখনও পর্যন্ত জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৪৭ জন। মৃত ৪৫৫। পরিস্থিতি মোকাবিলায় কোন পদক্ষেপই আর কর্যকর হচ্ছেনা। তাই প্রথমিকভাবে অনুমান করা হচ্ছে, দেশের এই কঠিন পরিস্তিতিতে দুশ্চিন্তা, আতঙ্ক ও অবসাদেই আত্মহত্যা করেছেন অর্থমন্ত্রী থমাস শেফার।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023