করোনার ছায়া বলিউডে, তটস্থ সিনে তারকারা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে আতঙ্ক ‌যেমন বাড়ছে , সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই সচেতন হয়ে উঠছেন নিজেদের স্বাস্থ্য নিয়ে । ক্যাটরিনা শুরু করেছেন নতুন ও‌য়ার্ক আউট, জ্যাকি বাগনানি বিলি করলেন হ্যান্ড স্যানিটাইজার ।

এয়ারপোর্ট থেকে মার্কেট , রেল স্টেশন সর্বত্রই মাস্ক পড়ে ঘুরে বেড়াচ্ছেন আট থেকে আশি সকলে । করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে । এমন সময় শরীরের ইমিউনিটি সিস্টেম কে আরও বেশি শক্তিশালী করে তুলতে এবার ট্রেনারের সঙ্গে নতুন ওয়ার্কআউট  শুরু করেছেন ক্যাটরিনা ।

সাংবাদিকদের জন্যই তারা সেলিব্রিটি তাই এবার নিজের বাড়িতে আগত চিত্র সাংবাদিকদের স্যানিটাইজার দিলেন জ্যাকি।

অন্যদিকে মুম্বাই এয়ারপোর্টে মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে লেম্সবন্দী হলেন শাহীদ কাপুর।

নিজেকে সুস্থ রাখতে, মাস্ক পড়ে সমালোচনার শিকার হলেন পরিচালক-প্র‌যোজক একতা কাপূর ।  মন্দির থেকে বেড়িয়ে পুজোর প্রসাদ  ছুঁড়ে বিতর্কে পড়েন তিনি

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube