করোনাযোদ্ধার মৃত্যু হলে পরিবারের ১ জনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা রোগীদের সেবা করতে গিয়ে মৃত সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের মৃত্যু হলে তাঁদের পরিবারের ১ জনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাযোদ্ধাদের সম্মান জানাতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 

মমতা বলেন, করোনাযোদ্ধাদের সম্মান জানাতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের ১ জনকে রাজ্য সরকার চাকরি দেবে। বুধবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোথায় কী ভাবে চাকরির ব্যবস্থা করা যায় তা ঠিক করতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থসচিবের ওপর ভার দিয়েছেন মমতা। 

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে এখনো পর্যন্ত ৪১৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, এদের মধ্যে ৪০৩ জন সুস্থ হয়ে উঠলেও মৃত্যু হয়েছে ১২ জনের।

আক্রান্তদের মধ্যে ২৬৮ জন পুলিশকর্মী, ৩০ জন চিকিৎসক, ৪৩ জন নার্স, ৬২ জন সরকারি কর্মচারী রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এককালীন অনুদান ও আক্রান্তদের ১ লক্ষ টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। 

ইতিমধ্যে ২৮৪ জন আক্রান্ত করোনাযোদ্ধা এই টাকা পেয়ে গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। আরও ১৯৯ জন খুব দ্রুত টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। এজন্য সরকারের ৫.২৩ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন মমতা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube