করোনাকে হারালেন ১৪ লাখের বেশি মানুষ, পরপর ২ দিন আক্রান্ত ছাড়াল ৬০,০০০

নিউজটাইম ওয়েবডেস্ক : সর্বোচ্চ আক্রান্তের নিরিখে শনিবার রেকর্ড তৈরি হয়নি। তবে টানা দু’দিন ভারতে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৬০,০০০ গণ্ডি পার করল। তার জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২.০৮ লাখ ছাড়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৮৮,৬১১। গত ২৪ ঘণ্টায় ৬১,৫৩৭ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। টানা দু’দিন ৬০,০০০-এর বেশি সংক্রমিত হওয়ার পাশাপাশি গত ৩০ জুলাই থেকে দৈনিক ৫০,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

শুক্রবার কেন্দ্রের তরফে বলা হয়েছিল, ‘কেন্দ্র এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কার্যকরী টেস্ট (পরীক্ষা), ট্র্যাক (চিহ্নিতকরণ) এবং ট্রিট (চিকিৎসা) প্রক্রিয়া প্রণয়নের ফলে অন্যান্য অনেক দেশের তুলনায় প্রতি ১০ লাখ জনসংখ্যায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যতম কম।’ যদিও তারইমধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২,৫১৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৮,৯০০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তার ফলে দেশে মোট ১,৪২৭,০০৫ জন রোগী করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। অর্থাৎ সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৮.৩২ শতাংশ। পাশাপাশি সক্রিয় আক্রান্ত (৬১৯,০৮৮) এবং সুস্থ রোগীর ব্যবধান আট লাখ ছাড়িয়ে গিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube