
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে আগেই দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছিল হোলি ও দোল উৎসব।কিন্তু করোনাকে তুড়ি মেরে সোমবার দোল উৎসবের পর মঙ্গলবারও রঙের উৎসবে মেতে উঠতে বাকি থাকলেননা দেশবাসী। এদিন সকাল থেকেই রঙ খেলায় মেতে উঠেছেন বলিপাড়া থেকে শুরু করে খেলার দুনিয়ার তারকারা। এদিন সকালে সোশ্যাল মিযিয়ায় নিজেদের হলির রঙে রঙিন হয়ে ওঠা ছবি পোস্ট করেন হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান সহ ক্রীড়া জগতের আরও অনেক তারকা। একইসাথে এদিন ভক্তদের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তাঁরা।
করোনার থাবায় বিধ্বস্ত বৃন্দাবন। তাই সেখানে রঙের উৎসব থেকে বিরত সকলে। কিন্তু হোলিতে মেতে উঠেছে মথুরা। দিল্লি থেকে শুরু করে মুম্বই, পাঞ্জাব সব জায়গায় আজ মেতে উঠেছে এই আনন্দ উৎসবে। একইভাবে এই বিশেষ উৎসবে প্রিযজন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে রঙের খেলায় মেতে উঠেছেন খেলার দুনিয়ার সমস্ত তারকারা। এদিন হোলি খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। ইতিমধ্যেই চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছেন অলরাউন্ডার হার্দিক। এদিন তিনিও নাতাশার সাথে স্পেশাল হোলি খেলার ছবি পোস্ট করেছেন তিনি।




Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023