
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের দ্রুতহারে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরও কড়া অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার। আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল যে, এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে। সেই ঘোষণার পর বৃহস্পতিবারের লকডাউন কার্যকর করতে পথে-ঘাটে নামানো হল পুলিশ। লকডাউনের ফলে কলকাতা সহ রাজ্যের সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তায় নেই গণপরিবহণও। ফলে রাজ্যের রাস্তাঘাটে প্রায় বনধের দিনের মতো ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছিল যে, চলতি সপ্তাহে আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং ২৫ জুলাই অর্থাৎ শনিবার কড়া লকডাউন জারি করা হবে। এছাড়াও আগামী সপ্তাহে আপাতত ২৯ জুলাই অর্থাৎ বুধবার লকডাউন জারি রাখা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নবান্ন।
আজ (বৃহস্পতিবার) দেখা গেল পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাই শুনশান। তবু তার মধ্যে যদি কেউ বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোন তবে তাঁদের আটক করছে পুলিশ প্রশাসন। বেশ কয়েকটি টহলদারি দলে ভাগ হয়ে কলকাতা ও শহরতলীর বিভিন্ন জায়গা বিশেষত কনটেইনমেন্ট জোনগুলিতে টহল দিচ্ছে পুলিশ। মানুষজন যাতে অযথা বাড়িঘর এবং এলাকা থেকে সহজেই বেরিয়ে আসতে না পারেন তার জন্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানো হয়েছে। সরকার জানিয়েছে, প্রতি সপ্তাহে যে দু’দিন কড়া লকডাউন জারি থাকবে সেই দিনগুলোতে বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতর সহ সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান। বন্ধ রাখা হবে সরকারি ও বেসরকারি পরিবহনও। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনই রাস্তায় বের হতে পারবেন। রাজ্যে বর্তমানে ৯৩০টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022