
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের করোনা ভাইরাসের থাবা। ভারতে এবার তৃতীয় ব্যক্তি হিসাবে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, পরিক্ষা করার পর ওই ব্যক্তির রক্তে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতে এতদিনে যত জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে তাঁরা সকলেই কেরালার বাসিন্দা। বর্তমানে তাঁদের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ২৪ ঘণ্টা এদের মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, করোনার আতুড়ঘর চিনে এই ভাইরাস সংক্রমনের সংখ্যে এখনও স্থিতিশীল নয়। দিনের পর দিন সেখানে বাড়েই চলেছে মৃতের সংখ্যা। বর্তমানে করোনভাইরাসে সেখানে মৃতের সংখ্যে ছাড়িয়েছে ৩৫০।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023