
নিউজটাইম ওয়েবডেস্ক : হোম কয়ারেন্তাইনের রেশ এখন সর্বত্র । সাধারন মানুষ থেকে সেলেব্রিটিরা সকলেই এখন স্বেচ্ছায় গৃহবন্দী ।বাড়িতে থেকেই কেউ কেউ ভাইরাল করছেন নিজের ওয়ার্ক আউটের ভিডিও , কেউ আবার ব্যস্ত নিজেদের বাড়ি পরিষ্কার করতে। তার মধ্য়ে ওয়ার্ক আউটে ব্যস্ত ছিলেন আঙ্গদ বেদীও।
তবে এই ছবি কিন্তু বলছে অন্য কথা। শরীর -স্বাস্থ্য সচেতন রাখার পাশাপাশি মনও ভাল রাখতে চান অভিনেতা। আর তাইতো মেয়ে মেহেরের সঙ্গে বাড়িতেই শুরু করেছেন ড্রয়িং ক্লাস।


Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023