করনার জেরে হলিডে মুডে আঙ্গদ-নেহা

নিউজটাইম ওয়েবডেস্ক : হোম কয়ারেন্তাইনের রেশ এখন সর্বত্র । সাধারন মানুষ থেকে সেলেব্রিটিরা সকলেই এখন স্বেচ্ছায় গৃহবন্দী ।বাড়িতে থেকেই কেউ কেউ ভাইরাল করছেন নিজের ওয়ার্ক আউটের ভিডিও , কেউ আবার ব্যস্ত নিজেদের বাড়ি পরিষ্কার করতে। তার মধ্য়ে ওয়ার্ক আউটে ব্যস্ত ছিলেন আঙ্গদ বেদীও।

তবে এই ছবি কিন্তু বলছে অন্য কথা। শরীর -স্বাস্থ্য সচেতন রাখার পাশাপাশি মনও ভাল রাখতে চান অভিনেতা। আর তাইতো মেয়ে মেহেরের সঙ্গে বাড়িতেই শুরু করেছেন ড্রয়িং ক্লাস।

তবে শুধু অভিনেতা একা নন,মেয়ের সঙ্গে চুটিয়ে কোয়ালিটি টাইম কাটাছেন মা নেহাও। মেয়ের প্রথমবার হাঁটতে শেখার মুহূর্তকে সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নেহা।

প্রসঙ্গত ২০১৯ -এর মে মাসে দিল্লিতে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতেই গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube