
নিউজটাইম ওয়েবডেস্ক : মারণ ভাইরাস করোনার জেরে নাজেহাল দেশবাসী। প্রতিদিন যেভাবে আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে তাতে চিন্তা যে বাড়ছে সকলের তা আর বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্য়েই বলিপাড়ার একাধিক তারকার বাড়িতেই হানা গিয়েছে এই করোনা। এবার এই মারণ ভাইরাস থাবা বসালো করণ জোহরের বাড়িতে। তাঁদের বাড়ি দুজন কর্মীর শরীরেই করোনার লক্ষণ দেখা যায়। এরপর তাঁদের কোভিড টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্য়েই বাড়ির অন্যান্য কর্মী সহ বাড়ির প্রত্যেক সদস্যের লালারস পরীক্ষা করা হয়েছে।
ইতিমধ্য়েই ওই দুই করোনা আক্রান্তকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিন নিজের ট্যুইট হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন করণ জোহর। সেখানে এবিষয়টি নিজেই জানিয়েছেন করণ। তিনি আরও জানান, রিপোর্ট পজেটিভ পাওয়ার পরেই বৃহন্মুম্বই পুর নিগমকে (বিএমসি) খবর দেওয়া হয়। তড়িঘড়ি তাঁদের বিল্ডিং স্যানিটাইজ করে বিএমসি। করণের কথায়, “আজ সকালে বাড়ির অন্যান্য কর্মী থেকে শুরু করে আমাদের প্রত্যেকেই লালারস পরীক্ষা করা হয়েছে। কিন্তু সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আমরা প্রত্যেকেই আগামী ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকব। কারন আমাদেরও সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। অন্য মানুষদের সুরক্ষার জন্য আমরা সদা সতর্ক এবং প্রতিজ্ঞাবদ্ধ। দায়িত্ব নিয়ে বলছি, আমরা সবরকম নিয়ম মেনে চলব।” বর্তমানে মা হিরু জোহর এবং তাঁর দুই সন্তান যশ এবং রুহির সঙ্গে মুম্বইয়ের বাড়িতেই থাকেন করণ। বাড়িতে দুই কর্মীর করোনা পজেটিভ হওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন বলিউডের এই বিখ্যাত পরিচালক। তবে আক্রান্ত ওই দুই কর্মীর চিকিৎসার খরচা যে তিনিই বহন করবেন তা এদিন সাফ জানিয়ে দেন করণ জোহর। তাঁর কথায়, “এটা খুব কঠিন সময়, কিন্তু বাড়িতে থেকে সবরকম সাবধানতা অবলম্বন করে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব। আশা করি”Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023