কমতে পারে পরীক্ষার্থীর সংখ্যা, মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া তথ্য মধ্যশিক্ষা পর্ষদের

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছরে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এবার ২০ থেকে ৩০ হাজার পরীক্ষার্থী কম হতে পারে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।গত বছর রাজ্যে মোট ১০ লক্ষ ৫০ হাজারেরও বেশি পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু এবার সেই সংখ্যা অনেকটাই কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবার পরীক্ষাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষায় দুর্নীতি রুখতে মোবাইলই সহ স্মার্ট ঘড়ি সব কিছুতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধুমাত্র পরীক্ষার্থী নয় শিক্ষক এবং শিক্ষাকর্মীও মোবাইল, স্মার্ট ঘড়ি পরে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।  

গত বছর পরীক্ষা চলাকালীনই হোয়াটসঅ্যাপে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে ‌যায়। ফাঁস হওয়া সেই প্রশ্নের সাথে মিলও পাওয়া ‌যায় আসল প্রশ্নের। এমন ঘটনার জেরে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। আঙুল ওঠে পুলিশের দায়বদ্ধতার দিকেও। এর ফলে বেশ অস্বস্তিতে পড়ে রাজ্য সরকারকেও। ‌যার ফলে পরীক্ষাকেন্দ্রকে আরও কড়াকড়ি করতে পরীক্ষাকেন্দ্রের ভিতরে পড়ুযা বা শিক্ষক-শিক্ষাকর্মীর কাছে মোবাইল ও স্মার্টঘড়ি মিললে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube