
নিউজটাইম ওয়েবডেস্ক : ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ পন্থ। এরপর দীর্ঘ চিকিৎসার মধ্যে রয়েছেন ভারতীয় দলের খেলোয়াড়। তিনি কখন চোট সারিয়ে খেলার ময়দানে ফিরবেন তা জানতে আগ্রহী ভক্তরা। সৌরভ গাঙ্গুলির কথায় সেই ইঙ্গিত মিলল এবার।
আগামী বছর তো নয়ই, আগামী দু বছরেও মাঠে না ফিরতে পারেন ঋষভ। এমনই মন্তব্য উঠে এলো সৌরভের কথায়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ঋষভের সঙ্গে আমার কথা হয়েছে। সে অবশ্যই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী এক কিংবা দুই বছরে সে আবার ভারতের হয়ে খেলবে।‘Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023