
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেম করছেন বলিউডের দুই বিশিষ্ট তারকা অর্জুন-মালাইকা। এই খবর এখন প্রায় সকলরেই জানা। কিন্তু কবে এই জুটি গাঁটছড়া বাঁধতে চলেছেন সেবিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানাননি কেউই। তবে তাঁদের বিয়ে নিয়ে কৌতুহলের যেন শেষ নেই ভক্তদের। অবশেষে সমস্ত জল্রনা কাটিয়ে নিজেদের বিয়ে প্রসঙ্গেমুখ খুললেন অভিনেতা অর্জুন কাপুর।
বেশ কিছুদিন আগে লকডাউন চলার মধ্যেই জোর গুঞ্জন শোনা যায় অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে। শোনা যায় ১৯ এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই লাভবার্ড। কিন্তু কোথায় কী! ১৯ এপ্রিল তো দূর তার পরেও কেটে গিয়েছে আরও দেড় মাস কিন্তু এখনও তাঁদের বিয়ের পিড়িতে বসতে দেখা যায়নি। এর পরেই ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, , ”আমার বয়স এখন ৩৩। আর আমার বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই।” এখানেই শেষ না করে তিনি আরও বলেন, ”আমার বিয়ের ব্যপারটা এমন বিষয় নয় যে এটাকে নিয়ে আমি কথা বলতে চাই। তবে যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই। এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এনিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এগুলি পুরোটাই গুজব। লোকজন তাই এখন হয়ত বিশ্বাসও করে না। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে আমার কোনও অভিযোগও নেই।”Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023