
নিউজটাইম ওয়েবডেস্ক : সব ঋতুতেই মন মজিয়ে কফি খান এমন বাঙালি অনেক। কিন্তু এই এত কফির চাহিদা শুধুই পান করার জন্য। ত্বকে অনেকেই অবশ্য ফেস প্যাক হিসেবে কফি ব্যবহার করে থাকেন কিন্তু কফি যে চুলও ভালো রাখতে পারে, তা অনেকেরই অজানা।
কফি চুল বড় করতে সাহায্য করে। চুলের জট ছাড়াতে সাহায্য করে সহজেই।স্ক্যাল্প থেকে নোংরা পদার্থ দূর করে। চুলে প্রাকৃতিক রং এনে দেয়। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন সহজ করে। এমনকি সাদা চুলে প্রাকৃতিক রং হিসেবে ব্যবহার করা যায় কফি। এমনকি কন্ডিশনার হিসেবেও কফি ব্যবহার করা যায়।দুই ধরনের কফি মাস্ক বানানোর পদ্ধতি পড়ুন নীচে কফি ও নারকেল তেলের মাস্ক: কফি পাওডার এবং নারকেল তেলের মিশ্রন স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। ক্যাফেইন চুলের ঝরে যাওয়া আটকায়। এই হেয়ার প্যাক বানাতে প্রথমে একটি বাটিতে নারকেল তেল নিয়ে গরম করে নিন। এরপর উষ্ণ তেলে এক চামচ কফি দিয়ে দিন। আঁচ কম রাখুন, যাতে মিশ্রণটি পুড়ে না যায়।সপ্তাহে একদিন এই মিশ্রন লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে উপকার পাবেন। কফি, দই এবং লেবুর মাস্ক: দই চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলকে ঝরে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। আর লেবু স্ক্যাল্পকে পরিষ্কার করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।একটি বাটিতে এক চামচ দই, এক চামচ লেবুর রস এবং এক চামচ কফি পাওডার মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন।এরপর প্যাকটি মাথায় লাগিয়ে ৩০ মিনিট পরে ধুয়ে নিলেই পাবেন সতেজ চুল।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023