
নিউজটাইম ওয়েবডেস্ক : আমফানের জেরে বিধ্বস্ত বাংলার বহু এলাকা। একদিকে বহু মানুষ যেমন গৃহহারা হয়েছেন তেমনই এই ঘূর্ণিঝড়ের তান্ডবলীলার প্রাণ হারিয়েছেন অনেকে। আমফান পরবর্তি রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সম্প্রতি এরাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতির দিকটি বিবেচনা করে রাজ্যকে ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এদিন সেই টাকাই দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
এবিষয়ে কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেকানে বলা হয়েছে, বাংলায় আমফানের জেরে প্রধানমন্ত্রীর তরফে ঘোষিত টাকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া হয়েছে। একইসাথে জানানে হয়, খুব শীঘ্রই একটি কেন্দ্রীয় দলকে রাজ্যে পাঠানো হবে। সেই দল রাজ্যের আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখবে। সোমবার ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গউবার নেতৃত্বে একটি বৈঠক করে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। সেই বৈঠক শেষেই একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় প্রতিশ্রুতি মতো ১০০০ কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাকে।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023