কথা রাখছেন সলমন খান

স্বর্ণালী মান্না

দেরি হলেও কথা রাখবেন সলমন খান । অনুষ্ঠানের উদ্যোক্তাদের কথা অনুযায়ী আগামী মে-জুন মাসেই কলকাতাতে পা রাখবেন “দাবাং” ছবির নায়ক । এর আগেও তাঁর কলকাতায় আসার কথা হয়েছিল । তবে হুমকি চিঠি পাওয়ার কারণে তা পিছিয়ে যায় । ইমেল মারফত পাঠানো হয় প্রাণ-নাশের চিঠি ।

এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলীন ফারনান্ডেজ, আয়ুষ শর্মা, গুরু রান্ধাওয়া ও প্রভু দেবা । নিরাপত্তার কথা মাথায় রেখে অনুষ্ঠান বাতিল করার কথা ভাবলেও অবশেষে মে-জুন মাসের মাঝামাঝি তা করা হবে ।

সলমন খানের টিমকে একটি প্রাণ-নাশের চিঠি পাঠানো হয় ইমেল করে ।বান্দ্রা থানায় করা হয় এফ আই আর । তার পরেই তাঁর বাসভবনে বাড়ানো হয় নিরাপত্তা ।হুমকি চিঠি পাওয়ার পরই সলমন খানের টিমের তরফ থেকে ভারতীয় দণ্ডবিধী অনুযায়ী ৫০৬(২), ১২০(বি), ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয় গ্যাংস্টার লরেন্স বিষনোই ও গোল্ডি ব্রার বিরুদ্ধে ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube