কথা বলতে চাইছেন, অথচ পারছেন না অপরাজিতা

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অগ্রগণ্য অপরাজিতা আঢ্য। ছোট পর্দা থেকে বড় পর্দা, বলিউড থেকে টলিউড, তাঁর অবাধ বিচরণ। তাঁর অভিনয় দক্ষতার জন্য দর্শকেরা উজাড় করে দিয়েছেন ভালোবাসা।তবে অভিনেত্রীকে তাঁর অনুরাগীরা পছন্দ করে মুখের চওড়া হাসি, এবং স্বভাবের জন্য।

আগে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না অভিনেত্রী। তবে সম্প্রতি অ্যাকাউন্ট খুলেছেন ইনস্টাগ্রামে। সেখানেও অভিনেত্রীর ফলোয়ার অনেক। এই ইনস্টাগ্রামে একটি ভিডিও করে তিনি জানিয়েছেন, তাঁর মাথা ভর্তি কথা। সেই সব কথা তিনি বলে দিতে চাইছেন অথচ উপায় খুঁজে পাচ্ছেন না। না না, চিন্তা করবেন না। অভিনেত্রী একেবারে সুস্থ রয়েছেন। গল্প আসলে অন্য।

অভিনেত্রী অপরাজিতা ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নানারকম ভিডিও করে পোস্ট করেন। ইনস্টাগ্রাম্য ভাষায় যাকে বলে ‘রিলস’। সেই রিলস এই বর্তমানে ভাইরাল, ‘আরে হাই’ নাম একটি গান। গেনের লাইনগুলি বলছে, ‘আরে হাই। কিছু কথা ছিল মাথায়। যা আমি বলে দিতে চাই। কিন্তু উপায় কোথায়?’ এই গানের সঙ্গেই রিলস বানিয়েছেন অপরাজিতা। ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যখন কিছু করতে ইচ্ছে করে যেটা আমার কাজ নয়…..’   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube