
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট ভুঁয়ো। এদিন এমনটাই দাবি করলেন গায়িকার পরিবারের সদস্যরা। ‘কোভিড ১৯’ পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁদের পরিবারের লোকজন দাবি করেন, এই রিপোর্ট কনিকার নয়। এতে এমন কিছু ভুল ভ্রান্তি রয়েছে যা কখনোই গায়িকার হতে পারে না। এরপরেই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সাংবাদিকদের আবেদন জানান কণিকার পরিজনেরা।
সম্প্রতি কণিকা কাপুর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। তবে শুধু আক্রান্ত হওয়াই নয়, একইসাথে তাঁর বিরুদ্ধে সংক্রমণের তথ্য গোপন করার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়েরও করে। কিন্তু রবিবার গায়িকার রিপোর্ট হাতে পেতেই পুরো ঘটনাটি নয়া মোড় নেয়। কণিকা কাপুরের পরিবারের তরফে দাবি করা হয়, যে রিপোর্টটিতে কণিকার করোনা পজেটিভ রয়েছে বলে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সেটিতে গায়িকার বয়স লেখা হয়েছে ২১ বছর। যা সঠিক নয়। তাঁর প্রকৃত বয়স ৪১ বছর। তবে এখানেই শেষ নয় রিপোর্টে রয়েছে আরও ভুল। সেখানে লিঙ্গের জায়গায় ‘মহিলা’-র পরিবর্তে লেখা হয়েছে ‘পুরুষ’। কিভাবে রিপোর্টে এতটা পরিবর্তন হতে পারে? তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। প্রসঙ্গত, বিদেশ থেকে করোনা সংক্রমণ নিয়ে ফেরার পর নিজেকে হোম আইসোলেশনে না রেখে একটি পার্টিতে দেখা যায় তাঁকে। কিন্তু কিছু দিনের মধ্য়েই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গায়িকাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এর পরেই মামলা দায়ের করা হয় কণিকার বিরুদ্ধে। কিন্তু তাঁর করোনা পজেটিভের রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছেন গায়িকার পরিজনেরা।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023