নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ক্যানিং এর ডেভিড শেশুন হাইস্কুলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। এই স্কুলে মোট ৪৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ক্যানিং সহ আশপাশের তিনটি স্কুলের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছেন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। ব্যাগ ও কোন ইলেকট্রনিক গ্যাজেট নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পরীক্ষার্থীদের।
অন্যদিকে ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষায়
পুরুলিয়া জেলায় পরীক্ষার্থীদের সংখ্যা বাড়লো প্রায় এগারো হাজার। ছাত্রদের
তুলনায় ছাত্রীসংখ্যায় বেশি । পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। পরীক্ষা হবে সকাল দশটা
থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত।এ বছর জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা
৩৫ হাজার ৫৮৩ জন। যার মধ্যে ছাত্র সংখ্যা ১৫৯৪৮ জন ,ছাত্রী সংখ্যা ১৯ হাজার ৬৩৫ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে
১০৯৯, এর মধ্যে আবার ছাত্রী সংখ্যা বেড়েছে
৫৫৩৫ জন। জেলায় মোট ৮৬টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক
পরীক্ষা। রাজ্যে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী জেলার সব কটি পরীক্ষা
কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে মোবাইল কিম্বা অন্যান্য ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে সেজন্য মেটাল ডিটেক্টর এবং ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে চেক করা হবে প্রত্যেক পরীক্ষার্থীকে সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।