
নিউজটাইম ওয়েবডেস্ক : মানসিকভাবে হারলে চলবে না, দৃঢ় সঙ্কল্প নিয়ে, ইচ্ছাশক্তির জোরেই এগোতে হবে, বণিক সভায় ভিডি কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার একসঙ্গে লড়ার বার্তাই যেন আরও একবার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “কঠিন সময় পার করেই ভালো সময়ে ফিরবো”। গোটা বিশ্বের সঙ্গে ভারতও করোনার সঙ্গে লড়ছে, দেশ এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতি আমাদের পরীক্ষা নিচ্ছে। একজোট হয়ে লড়ছি আমরা। চ্যালেঞ্জ পেরিয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো”, ফের একবার ‘আত্মনির্ভর ভারত’ এর কথা বৃহস্পতিবারের সভায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
“ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে। বিপদকে আমরা সুযোগে পরিণত করবো। লড়াইয়ে পিছিয়ে নেই ভারতও। এখনই সময় গোটা দেশকে নিজের পায়ে আরও ভালোভাবে দাঁড় করানোর”, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ভার্চুয়াল সমাবেশে জোর গলায় বললেন নরেন্দ্র মোদি। কলকাতাই দেশকে নেতৃত্ব দিতে পারে, বণিক সভায় এমন কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেন, “বাংলা যা আজ ভাবে, গোটা ভারত আগামীকাল সেকথাই ভাবে, আমরা একথা বরাবর শুনে এসেছি। তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি, কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারে”। বৃহস্পতিবার আইসিসির সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার যে বিপুল কর্মসূচির ঘোষণা করেছে, তাতে লাভবান হবে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। তবে তিনি একথাও মনে করিয়ে দেন যে, দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতিতে আরও জোর দিতে হবে। পশ্চিমবঙ্গে পাট শিল্পের উৎপাদনের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসুক ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সও, এমন আহ্বানও জানান নরেন্দ্র মোদি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022