
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপের সব থেকে বেশি রানের রেকর্ডও দখল করেন মুনি৷ রাধার শেষ ওভারে টি বাউন্ডারি মারেন ক্যারি৷ ৭ রান ওঠে ওভারে৷ অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে৷ মুনি ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি মারেন৷ অর্থাৎ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হতে ভারতের মহিলা খেলোয়ারদের প্রয়োজন ১৮৫ রান৷
আজ আর্ন্তজাতিক নারীদিবস, এই সুন্দর একটি দিনে মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ক্যাঙ্গারু ব্রিগেডের বিরুদ্ধে নামছে নীল জার্সি পরা ভারতীয় নারীরা লক্ষ্য মহিলা টি-২০ বিশ্বকাপ দেশে এনে ইতিহাস গড়ার। হরমনপ্রীত, শেফালি, স্মৃতি, পুনমদের এই লড়াইয়ের দিকেই আজ তাকিয়ে গোটা দেশ। প্রসঙ্গত, গত দুটো ওয়ান ডে বিশ্বকাপে (২০১৫, ২০১৯) এবং টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল অবধি ও পৌঁছতে পারেনি ধোনি বাহিনী। সেখানে গ্রুপে সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছন হরমনপ্রীতরা। যদিও সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছতে বিশেষ কসরৎ করতে হয়নি ভারতের মেয়েদের। ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় এক বল না খেলেই ফাইনালে পৌঁছে যায় হরমনপ্রীতের দল। উল্লেখ্য, এশিয়ার কোনও মেয়েদের টিমই কোনওদিনই বিশ্বসেরাদের তালিকায় জায়গা করে নিতে পারেনি। সেখানে আজকের এই জয় যে সেই মানচিত্রে আমূল বদল এনে দিতে পারে এমনটাই মনে করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022