
নিউজটাইম ওয়েবডেস্ক : কঙ্গনা রানওয়াত ও মহারাষ্ট্র সরকারের লড়াই এবার পৌঁছে গেল বোম্বে হাইকোর্টে। সকাল থেকে পালি হিলসে কঙ্গনার বাড়ি ও অফিস ভাঙার প্রক্রিয়াকে বন্ধ করতে নির্দেশ দিল হাইকোর্ট। আপাত দৃষ্টিতে যা কঙ্গনার জয় বলেই দেখছে সবমহল। হাইকোর্ট জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনওরকম ভাঙচুর করা যাবে না এই নির্মাণে। যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট এই মামলা নিয়ে কোনও রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে পরিস্থিতিতে এই নির্মাণ রয়েছে, তা তেমনই থাকবে।
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই বৃহন্মমুম্বই পুরসভার কর্তারা পালি হিলসে কঙ্গনার বাড়ির একটা অংশ বেআইনিভাবে তৈরি বলে নোটিশ দিয়ে ভাঙতে শুরু করে। এই নিয়ে অভিনেত্রীও টুইটারে সুর চড়ান। পাশাপাশি, এদিন তিনি ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুম্বই এসে পৌঁছোন। কিন্তু তাঁর মুম্বই আসার প্রায় সঙ্গে সঙ্গেই বোম্বে হাইকোর্ট মুম্বই পুরসভার এই বেআইনি নির্মাণ ভাঙার উপর স্থগিতাদেশ জারি করে। এতে স্বাভাবিকভাবেই উল্লসিত কঙ্গনা রানওয়াত শিবির। ইতিমধ্যেই কঙ্গনা জানিয়েছেন, এই রায়ে সত্যের জয় হল। গত কয়েকদিন ধরেই কঙ্গনার সঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের তুমুল বিতণ্ডা চলছে। মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা যেমন কঙ্গনা করেছেন। তেমনি কঙ্গনাকে পাগল বলে কটাক্ষ করেছেন শিবসেনা নেতা। এই নিয়ে ক্রমশই তরজা চরমে উঠছিল। তা চূড়ান্ত আকার নেয় গতকাল মুম্বই পুরসংস্থার পক্ষ থেকে কঙ্গনার অফিসে নোটিশ পাঠানো ও নির্মাণকে অবৈধ ঘোষণার পর। বুধবার সকাল থেকেই পে লোডার, ডেমোলিশন ডিভাইস নিয়ে পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙা শুরু করে। এই নির্দেশ আসার আগেই অনেকটা অংশই ভাঙা হয়ে যায়। কিন্তু নির্দেশ আসার পরেই সঙ্গে সঙ্গেই ভাঙা বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই কঙ্গনা মুম্বই এসে পৌঁছে গিয়েছেন বলেই খবর। মনে করা হচ্ছে, ফের এই বিষয় নিয়ে উত্তপ্ত হতে চলেছে মুম্বই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022