ওয়েলিংটনে লজ্জার হার, সিরিজে পিছিয়ে পড়ল ভারত

নিউজটাইম ওয়েবডেস্ক : ওয়েলিংটনে থেমে গেল টানা সাত টেস্ট জেতা ভারতের অশ্বমেধের ঘোড়া। ভারতকে উড়িয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ১০ উইকেটে বিশাল জয় উইলিয়ামসনের দলের। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম হার বিরাটের দলের। সোমবার টেস্টের চতুর্থ দিন ভারত শুরু করেছিল নিউজিল্যান্ডের থেকে ৩৯ রানে পিছিয়ে থেকে। হাতে ছিল ৬ উইকেট। রাহানে-হনুমা-ঋষভদের ব্যাটে লড়াইয়ের আশা করেছিলেন অনেকেই। কিন্তু বোল্ট-সাউদিদের সুইংয়ে বিধ্বস্ত রাহানেরা। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারত। টিম সাউদি নেন ৫ উইকেট। ট্রেন্ট বোল্টের ঝুলিতে ৪ উইকেট। জয়ের জন্য ৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে মাত্র ২ ওভারেই বিনা উইকেটে তা তুলে ফেলে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কিউই পেসার টিম সাউদি।

 বল হাতেও এক প্রকার নাস্তানাবুদ হতে হয় ভারতীয় দলকে। ব্যাটিং-এও অনবদ্য পারফর্ম করেছেন কাইল জামেসন। অষ্টম উইকেটে কলিন গ্র্যান্ডহোমেরর সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে গেলেন তিনি। জামেসনের ৪৫ বলে ৪৪ এবং ট্রেন্ট বোল্টের ২৪ বলে ৩৮ রান নিউজিল্যান্ডের ইনিংসকে ৩৪৮ পর্যন্ত টেনে নিয়ে গেল। কলিন গ্র্যান্ডহোম করে গেলেন ৪৪ রান। আর জামেসন, গ্র্যান্ডহোম এবং বোল্টের রণং দেহি মেজাজই প্রথম ইনিংসে ভারতকে পিছিয়ে দেয় ১৮৩ রানে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube