
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। গৌতম রায় ।।
শচীন তেন্ডুলকরকে দারুন সম্মান দিতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসতে চলেছে শচীনের শরীরের সমান মাপের মূর্তি। এমসিএ প্রেসিডেন্ট অমল কালে শচীনকে পাশে বসিয়ে এই খবর জানান। ওয়াংখেড়েতে শচীনের জুবিলি বর্ষ পালিত হচ্ছে। সেই উদযাপনের অঙ্গ হিসাবে এই স্ট্যাচু বসানো হবে। এ বছরের বিশ্বকাপের সময় ওয়াংখেড়েতে এই মূর্তি বসবে। এর আগে গোটা দেশের মধ্যে একমাত্র সিকে নাইডুর এমন মূর্তি রয়েছে ক্রিকেট স্টেডিয়ামে। মাস্টার ব্লাস্টার জানান, এটা একটা আনন্দমিশ্রিত বিস্ময়ের ব্যাপার।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023