
নিউজটাইম ওয়েবডেস্ক : কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতির টাকার ভাগ পেয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত, এই খবরে তোলপাড় রাজ্য-রাজনীতি। কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেটে ইডি জানতে পারেন অভিনেতা বনি সেনগুপ্তর কাছে গিয়েছে ওই টাকার অঙ্ক। যদিও বনি সেনগুপ্ত বলেন, গাড়ি কেনার জন্য কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি, কিন্তু সেই টাকার উৎস জানতেন না। টাকার বদলে বেশ কিছু ইভেন্ট করে দেন বনি। ওই টাকা তারই পারিশ্রমিক। কিন্তু এই বিষয়ে তদন্তের জন্য বনি সেনগুপ্তকে ডেকে পাঠান ইডি। আজ দ্বিতীয় দফা জেরার শেষে মুখ খুললেন বনি।
অভিনেতা বনি সেনগুপ্তের থেকে সাংবাদিকরা জানতে চান তিনি কুন্তলের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেবেন কিনা। সেই সময় বনি বলেন, সেই অর্থ তাঁরই। অর্থাৎ বনি বোঝাতে চান সেই অর্থ অসাধু উপায়ে নেননি বনি। সেই অর্থ তাঁর পারিশ্রমিক। এ ছাড়াও বনি বলেন, ইডিকে এই বিষয়ে সমস্ত নথি তিনি তুলে দিয়েছেন। এও বলেন, তিনি আশা করছেন ইডি তাঁকে আর হেনস্থা করবে না।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023