ঐন্দ্রিলার সঙ্গে বিচ্ছেদ নয়, নতুন ছবি ঘোষণা অঙ্কুশের

নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত ১২ ফেব্রুয়ারি থেকেই সামাজিক মাধ্যমে চর্চা হচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে নিয়ে। শনিবার দুপুরে অঙ্কুশের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা।প্রেমিকার সঙ্গে চুম্বনরত মুহূর্তের একটি ছবি দিয়ে অঙ্কুশ লিখেছিলেন, ‘বিশেষ কারণে আমাদের বিয়েটা হবে কি না জানি না।’ এরপরেই ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঢেউ ওঠে।অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না কি বিচ্ছেদ? তা জানতে কৌতুহলী হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে জানা গেল আসল গল্প।

বিয়ে বা বিচ্ছেদ এই প্রসঙ্গে কোনও কথা বলেননি অঙ্কুশ ঐন্দ্রিলা। তবে তাঁদের একটি সিনেমা আসতে চলেছে। আজ প্রকাশিত হয়েছে ট্রেলার। ছবির নাম ‘লাভ ম্যারেজ’। ছবিটিতে অভিনয় করছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁরা দুজনে সেখানে প্রেমিক প্রেমিকা।গল্পে তাঁদের বিয়ে ঠিক হবে এমন সময় মুখোমুখি হন অঙ্কুশ ও ঐন্দ্রিলার মা বাবা। প্রসঙ্গত সিনেমায় অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক এবং ঐন্দ্রিলার মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সেখানেই গল্পের মোড় ঘোরে অন্যদিকে।

প্রেম জমে ওঠে অঙ্কুশ ঐন্দ্রিলার মা বাবার মধ্যে। ট্রেলার থেকে শুরু হয়েছে রহস্য। দুজনের মা বাবা প্রেম করছেন। সমাজের উলটো স্রোতে হেঁটে কী বিয়ে করবে নাম চরিত্রের মা বাবারা? তাহলে তো ছেলে মেয়ের বিয়েটা হয় না। না কি শেষ পর্যন্ত মা বাবারাই আত্মত্যাগ করবে? প্রশ্ন রয়েছে, উত্তর জানা যাবে ছবি মুক্তি পেলেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube