ঐন্দ্রিলার প্রয়াত বাবার উদ্দেশে লিখলেন অঙ্কুশ

নিউজটাইম ওয়েবডেস্ক : অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন, টলি পাড়ায় এই জুটির প্রেম নিয়ে বেশ চর্চ হয়। গোপনে নয়, একেবারে খুল্লম খুল্লা প্রেম করেন তাঁরা। একাধিক ইন্টারভিউতে নিজেদের প্রেমের কথা নিজ মুখে স্বীকার করেন।নিজেদের ছবি-ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। প্রেমের ঝগড়া, অভিমানের কথা যেমন প্রকাশ্যে বলেন সামাজিক মাধ্যমে, একইভাবে নিজেদের ভালোবাসার কথাও বলে থাকেন।

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যের মিষ্টি সম্পর্কের কথা জানেন সকলে। ঐন্দ্রিলার বাবা প্রয়াত হয়েছেন, আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অঙ্কুশ।ঐন্দ্রিলার বাবার উদ্দেশে ঢেলে দিয়েছেন ভালোবাসা।বাবার আদরের কন্যাকে আগলে রাখবেন, এই অঙ্গীকার করেছেন অঙ্কুশ।

অঙ্কুশ আজ লিখেছেন, ‘ঐন্দ্রিলা তোমার জীবনে ওঁর অভাব হয়তো পূরণ করতে পারব না।কিন্তু আজ ওঁ বেঁচে থাকলে তোমার যা যা আবদার-স্বপ্ন পূরণ করতেন,আমি সেই সব আবদার স্বপ্ন পূরণ করব।’ এরপর ঐন্দ্রিলার বাবার উদ্দেশে অঙ্কুশ বলেন, ‘কাকু একদম চিন্তা করো না। তোমার মেয়েকে রানী করে রাখব।’

ঐন্দ্রিলার বাবা বেঁচে থাকলে আজ তাঁরা প্রিয় বন্ধু হতেন, এই কথাও লিখেছে সেই পোস্টে। উজাড় করে দিয়েছেন অনেক ভালোবাসা। অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তরা এই পোস্টে শ্রদ্ধা ভালোবাসার বন্যা বইয়েছেন।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube