এ ‌যেন কোনো বলিউড ছবির চিত্রনাট্য, বিকাশ দুবের এনকাউন্টার সম্পর্কে মুখ খুললেন তাপসী পান্নু

নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের সিনেমার কাহিনীকে অবাস্তব বলা হয়, অথচ বাস্তব জীবনের ঘটনা সিনেমার থেকেও বেশি বিষ্ময়কর, বললেন অভিনেত্রি।

গত সপ্তাহে কানপুরে কুখ্যাত আসামী বিকাশ দুবে গ্রেফতার করতে গিয়ে বিকাশ ও তার দলবলের গুলিতে মৃত্যু হয় এক অফিসার সহ ৮ পুলিশ কর্মীর। এরপরই পালিয়ে ‌যায় বিকাশ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়। এবং সেখান থেকে বিকাশকে কানপুর ফিরিয়ে আনার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে মৃত্যু হয় তার।

এই বিষয় প্রকাশ্যে আসতেই তাপসী তঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জিপ উল্টে গেল, একজন পুলিশ কর্মী আহত হলেন। দিপে থাকা কয়েদি সেই আহত পুলিশের বন্দুক নিয়ে পালাবার চেষ্টা করলেন, আর তার জেরেই পুলিশেরই গুলিতে মরতে হল তাকে। একেবারে কোনো হিন্দি সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে না?

বিকাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেচেন সমাজবাদী পার্টির সবাপতি অখিলেশ ‌যাদবও, মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। বিকাশ ‌যাদবের মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রয়া দেখা ‌যাচ্ছে নেটিজেনদের মধ্যেও। তাঁদেরও দাবি, বহু প্রভাবশালীকে বাঁচানোর জন্যেই ভুয়ো এনকাউন্টারে নিকেশ করা হল বিকাশ দুবেকে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube