এবার স্কুলে অঙ্ক ও ইংরেজি শিক্ষাদান করবেন সিভিক পুলিশরা!

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। দেবাশিস মৌলিক ।।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির হাজারো অভিযোগ। একের পর এক চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছে আদালত। অন্যদিকে সরকারী নির্দেশে শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই আটশোর বেশী স্কুল বন্ধের মুখে। ঠিক এই অবস্থায় এবার সিভিক ভল্যান্টিয়ার দিয়ে প্রাথমিক স্তরের পড়ুয়াদের শিক্ষাদানের কর্মসূচী নিল বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, জেলা পুলিশের ‘অঙ্কুর’ প্রকল্পে জেলার জঙ্গল মহলের পাঁচটি থানার  প্রতিটি অঞ্চলে একটি করে ও বাকি অন্যান্য থানা গুলিতে একটি করে মোট ১২৪ টি শিক্ষাকেন্দ্র চালু হবে। যেখানে প্রাথমিক স্তরের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজী শিক্ষার উপর জোর দেওয়া হবে। আর প্রতিটি শিক্ষা কেন্দ্রেই শিক্ষকের ভূমিকায় থাকবেন সংশ্লিষ্ট এলাকার সিভিক ভল্যান্টিয়াররা।

জেলা পুলিশের এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছেন বাঁকুড়ার  সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শিক্ষা ক্ষেত্রে গ্রাম ও শহরে ‘বৈষম্য’ করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, শুনলাম সিভিক ভল্যান্টিয়ার দিয়ে অঙ্ক, ইংরেজী শেখানো হবে, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা রাজ্য জুড়ে শিক্ষকের অভাব, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ করতে পারছেন না, অন্যদিকে নিয়োগে দুর্নীতি। এমন অবস্থা হলে সরকার চালানোর দরকার নেই, ছেড়ে দিন। কাওকে ‘ভুল শেখানোর অধিকার নেই’ বলেই দাবি করেছেন ডাঃ সরকার।।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube