
Former cricketer Sourav Ganguly and newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI) smiles during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. - Ganguly was unanimously elected on October 23 as president of India's troubled cricket board, the sport's most powerful body. (Photo by Punit PARANJPE / AFP) (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারির বিরুদ্ধে শুরু থেকেই লড়াইয়ে সামিল হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন অজস্র মানুষের। শেষমেশ বিসিসিআই সভাপতির বাড়িতেই হানা দিল করোনা ভাইরাস। মহারাজ নিজে আপাতত সুস্থ থাকলেও করোনা আক্রান্ত হয়েছেন তিন নিকটাত্মীয়।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর। স্নেহাশিস এই মুহূর্তে বাংলার ক্রিকেট সংস্থার সচিব। সৌরভের বউদি একাই নন, স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে যে, স্নেহাশিসের শ্বশুর-শাশুড়ি উভয়েই আক্রান্ত Covid-19’এ। যদিও সৌরভের পরিবারের তরফে এখনও এসম্পর্কে কিছু জানানো হয়নি। স্নেহাশিসের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এলেও প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট প্রশাসককে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্নেহাসিশের মোমিনপুরের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করেন, তাঁর শরীরেও মিলেছে করোনার উপস্থিতি। শহরের এক বেসরকারি নার্সিহোমে সকলের চিকিৎসা চলছে এবং প্রত্যেকেই আপাতত ভালো রয়েছেন বলে খবর। স্বাস্থ্য দফতরের এক অধিকারির সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চার জন আক্রান্তের কেউই সৌরভের বেহালার বাড়িতে থাকতেন না। শনিবার পুনরায় সকলের নমুনা পরীক্ষা করা হবে। তার ফলাফলের উপর নির্ভর করছে নার্সিংহোম থেকে তাঁদের ছেড়ে দেওয়া হবে কিনা। ভারতে করোনা মহামারির প্রকোপ দেখা দেওয়ার সময় থেকেই সৌরভ সাধারণ মানুষকে সচেতন করার কাজে নেমে পড়েন। করোনা যোদ্ধাদের উৎসাহিত করা ছাড়াও মাস্ক পরা, সোস্যাল ডিসট্যান্সিং বজায় রাখা প্রভৃতি বিষয়ে অনুরাগীর পরামর্শ দিতে দেখা যায় বিসিসিআই সভাপতিকে। লকডাউনে কলকাতার বহু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022