এবার বাড়িতে বসেই মিলবে মদ, বড়সড় উদ্যোগ সুইগি-জোম্যাটোর

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে বড়সড় এই সিদ্ধান্ত নেওয়া হয় মোদী সরকারের তরফে। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার স্বার্থে পঞ্চম দফায় চলছে লকডাউন। আগের তুলনায় বেশ কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। আর সেই তালিকা থেকে বাদ পড়েনি মদ বিক্রির বিষয়টিও। সুরাপ্রমীদের কথা চিন্তা করে চতুর্থ দফার লকডাউন থেকেই সরকারি নির্দেশিকা মেনে এক এক করে খুলতে শুরু করেছে মদের দোকান। কিন্তু মদের দোকান খোলার পরে যেভাবে মাথায় উঠেছিল সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি, তাতে নতুন করে প্রশাসন থেকে শুরু করে সুরাপ্রেমী সকলেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু এবার আর কোন চিন্তা নেই।এবার সুরাপ্রেমীদের জন্য এক অভিনব উদ্যেগ নিল ফুড ডেলিভারি সংস্থা তথা সুইগি ও জোমাটো। এবার এই দুই অ্যাপ থেকে মদের অর্ডার দিলে বাড়ি বসেই তা পেয়ে যাবেন মদ্যপ্রেমীরা। 

এর আগে ঝাড়খণ্ড এবং ওড়িশায় এই দুই সংস্থা মদের ডেলিভারি শুরু করেছিল। এবার তারা তা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গেও। তবে এই দুই সংস্থা থেকে মদ অর্ডার করার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম। যার মধ্য়ে অন্যতম হল নিজের বৈধ পরিচয়পত্র প্রদান। বাকি নিয়মগুলি আপনি এই দুই অ্য়াপে গিয়েও জানতে পারবেন। 

মদ অর্ডার করতে হলে সুইগি ও জোমাটোর অ্যাপটি খুলে প্রথমে গ্রাহকদের বৈধ প্রমাণপত্র আপলোড করতে হবে। বয়স যাচাইয়ের জন্য সরকারি পরিচয়পত্রের ছবি সহ গ্রাহককে নিজের একটি সেলফি তুলে আপলোডও করতে হবে। যখন কোন গ্রাহক মদের অর্ডার করবেন তখন তাঁর মোবাইলে একটি ওটিপি আসবে। যেটি মদ ডেলিভারি করার সময় ডেলিভারি এজেন্টকে দিতে হবে। সঠিক ব্যক্তির কাছেই মদ পৌঁছেছে কিনা তা নিশ্চিত করতেই এই ওটিপির প্রয়োজন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বলাবাহুল্য, নতুন অ্যালকোহল ডেলিভারি সেকশন খোলার পরেই কলকাতা এবং শিলিগুড়ির সুইগি ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে মদ অর্ডার করতে সক্ষম হবেন। তবে কলকাতা ও শিলিগুড়ি ছাড়াও রাজ্যের ২৪টি শহরে খুব শীঘ্রই এই সুবিধা চালু হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে জোমাটোর তরফে এখনও জানানো হয়নি, তারা ঠিক কোন কোন এলাকায় সুরা ডেলিভারি দিচ্ছে। তবে দুই ফুড ডেলিভারি সংস্থার এই পদক্ষেপে বেশ খুশি সুরাপ্রেমীরা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube