এবার বাংলায় চালু হতে চলেছে বেসরকারি বাস ও

নিউজটাইম ওয়েবডেস্ক : যাত্রী পরিবহণ পরিষেবায় সুবিধা দিতে বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের জেলা ও শহরে বাস চালানোর সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন। 

লকডাউন বিধি শিথিল করা হলেও গণপরিবহণ ব্যবস্থায় যে টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে, তার এখনও সুরাহা হয়নি। ফলে কাজে বেরিয়ে নিত্য হেনস্থা হচ্ছেন রাজ্যবাসী। কলকাতা ও শহরতলিতে সোমবার থেকেই এর ফল টের পাচ্ছেন অফিসাত্রীরা।

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বিধি মানতে বাসে কম সংখ্যক যাত্রী নেওয়ার নির্দেশ রযেছে প্রশাসনের। এ দিকে কম সংখ্যক বাস চালাতে হলে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিকরা। তাঁদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও সমস্যার সমাধান মেলেনি। নাজেহাল হচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। বাস যাচ্ছে কলকাতা, আসানসোল, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রাম রুটে। কিন্তু তা সত্ত্বেও বাসে যাত্রী সংখ্যা দেখা গিয়েছে নগণ্য। অন্য দিকে বেসরকারি বাসের আকালে কলকাতার অফিসযাত্রীরা নাগাড়ে তিন দিন চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন। ভিড় উপচে পড়ায় মেট্রোরেল পরিষেবায় চুলোয় উঠেছে সামাজিক নিরাপত্তা-সহ যাবতীয় করোনা স্বাস্থ্য বিধি। ফলে প্রমাদ গুণছেন স্বাস্থ্য কর্তারা। 

এ দিন বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের একাংশ বৃহস্পতিবার থেকে রাস্তায় বাস নামাবেন বলে জানিয়েছেন। আপাতত পুরনো ভাড়াতেই বাস চালাবেন বলে ঠিক করেছেন বাস মালিকরা। তাঁদের এই সিদ্ধান্তে কিছু স্বস্তি ফিরবে, মনে করছেন নিত্যযাত্রীরা। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube