Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

এবার নৌবাহিনীতে করোনায় আক্রান্ত হলেন ২১জন

নিউজটাইম ওয়েবডেস্ক : স্থলপথের পর এবার জলপথ। ভারতীয় নৌবাহিনী শনিবার জানিয়েছে যে তাদের ২১ জন সদস্য করোনা আক্রান্ত। তবে এদের শরীরে করোনার তেমন কোনও চিহ্ন দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে নৌবাহিনী। একজন নাবিকের থেকেই সংক্রমণ ছড়িয়েছে ২১ জনের দেহে বলে নৌসেনা সূত্রে জানা গিয়েছে। সেই নাবিকের করোনা হয়েছে, তা জানা গিয়েছিল সাত এপ্রিল।

আক্রান্তদের মধ্যে একজন ৪৭ বছরের প্রৌঢ়কে বাদ দিলে বাকিদের বয়স কুড়ির কম বা বেশি। ২০জন আই এন এস আংরির সদস্য। মুম্বইয়ের কোলাবাই নৌবাহিনীর হাসপাতাল আইএনএস অশ্বিনীতে ভর্তি এই নাবিকরা।

যেখানে এই আক্রান্তরা থাকতেন পুরোটাকে সিল করে কনেটনমেন্ট জোন বানিয়ে দেওয়া হয়েছে। লকডাউনে এন এস আংরি-ও। অন্যদিকে ভারতীয় সেনায় ইতিমধ্যে আট জনের দেহে করোনা মিলেছে। তাদের চিকিৎসা চলছে।

স্থল, বায়ু ও নৌসেনা নিজেদের সাধ্যমতো কেন্দ্র ও রাজ্যগুলিকে সাহায্য করছে করোনার বিরুদ্ধে এই অসম লড়াইয়ে। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ১৪ হাজার ছাড়িয়েছে, মৃত ৪৮০।

Inform others ?
Show Buttons
Hide Buttons