
।। সুজিত দুয়ারী ।।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুবীরেশ ভট্টাচার্যের সম্পর্কে দুই (নাতির) আত্মীয় চাকরি বাতিল হল। তাদের খোঁজ পেল নিউজ টাইম ।
চাকরি যাওয়ার তালিকায় নাম রয়েছে অশোকনগরের ৮ নম্বর এলাকার বাসিন্দা দুই ভাই রাজীব চৌধুরী ও জয়দীপ চৌধুরীর। রাজীব গোবরডাঙ্গার লক্ষীপুরের স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ের(গ্রুপ-সি) ক্লার্কের কাজ করতেন। রাজিবের ভাই জয়দীপ চৌধুরী বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী হিসাবে কাজ করতেন। এলাকার বাসিন্দাদের দাবি সিবিআই হাতে গ্রেফতার হওয়া সুবিরেশ ভট্টাচার্যের ভাগ্নার ছেলে রাজীব ও জয়দীপ। সুবীরেশ অশোকনগরের এই বাড়িতে মাঝেমধ্যে আসতেন। তবে চাকরি যাওয়া নিয়ে সংবাদমাধ্যমকে কোন কিছুই বলতে চাননি সদ্য চাকরি খোয়ানো রাজিব জয়দীপ বা পরিবারের কেউ। রাজিব যে স্কুলে কর্মরত সে স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিপ্রসাদ কবিরাজ জানায় বিদ্যালয়ের একমাত্র ক্লার্ক ছিল রাজিব ,চলতি মাসের ১০ তারিখে সে শেষবার বিদ্যালয়ে এসেছিল। বিদ্যালয় এখন ক্লার্ক শূন্য। যার ফলে কাজের সমস্যা হচ্ছে। জয়দীপ বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে গ্রুপ ডি পদে ছিলেন। সেই স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ মন্ডল জানায় ৯ ফেব্রুয়ারি জয়দীপ শেষ স্কুলে এসেছিল।
নিয়ম মেনে তার চাকরির যাওয়ার যে নোটিশ এসেছিল তাতে প্রধান শিক্ষক ও জয়দীপ সই করেছিল। কিন্তু তার সঙ্গে সুবিরেশের সম্পর্ক ছিল তারা তা জানেন না ।স্কুলে সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল জয়দীপের।
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023