এবার কলকাতা স্টেশনে ভারত গৌরব…

।। স্বর্ণালী মান্না ।।

“ভারত গৌরব” এই প্রথমবার কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ । ভারতের সপ্তম ও পূর্ব ভারতে প্রথম এই ভারত গৌরব ট্রেন ।

রেলের সুত্র অনুযায়ী “এক ভারত শ্রেষ্ঠ ভারত” ও “দেখো আপনা দেশ” প্রকল্পের আওতায়ে এই ভারত গৌরব ট্রেন চালু করা হয়েছে । আগামী ২০শে মে কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে ওই ট্রেনটি । যাত্রীদের দর্শন করানো হবে শৈব তীর্থক্ষেত্রগুলি । এছাড়াও ভ্রমণ করানো হবে স্ট্যাচু অফ লিবার্টি সহ শিরিডির সাঁই বাবার মন্দিরও ।

সুত্রের খবর, ৬৫৬ জন যাত্রী নিয়ে কলকাতা স্টেশন থেকে রওনা দেবে ভারত গৌরব । দর্শন করানো হবে ওমকারেশ্বর, নাগেশ্বর, ত্র্যম্বকেশ্বর, সোমনাথের মতো তীর্থক্ষেত্রগুলি । পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার, অরুণ অরোরা জানিয়েছেন ৩৩% ছাড় দিয়ে রেলের ভাড়া ধার্য করা হয়েছে ।

ট্রেনে চিকিৎসক সহ অন্যান্য আপাৎকালীন ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়েছে আইআরসিটিসির তরফ থেকে । রেল কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে শিখ, বৌদ্ধ ও সুফি ধর্মকে কেন্দ্র করেও এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube