
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ফের তছনছ শেয়ার বাজার। সোমবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই বড় ধাক্কা। শুক্রবারের সীচকোর পর এক ধাক্কায় দর নেমে যায় প্রায় ১০ শতাংশ। এরপর পরিস্থিতি সামলাতে প্রায় ৪৫ বন্ধ থাকে শেয়ার কেনা বেচা।
সোমবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ২ হাজার ৩০৭ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। এছাড়া নিফটি নামে প্রায় ৮৪২ পয়েন্ট। ব্যাঙ্ক ও অটোমোবাইল শেয়ারেও বড়সড় ধাক্কা লেগেছে বলে জানা যাচ্ছে। বিষেশজ্ঞদের মতে, করোনা ভাইরাসের জেরে বিভিন্ন দেশের আংশিক বা সম্পুর্ণ লক ডাউনের সিদ্ধান্ত নেওয়ার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব বাজারে। পরিসংখ্যান অনুপাতে, ২০০৮-০৯ সালে আর্থিক মন্দার কারণে বিশ্ব শেয়ার বাজারে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বর্তমানে বিশ্ব অর্থনৈতিক বাজার সেই পরিস্থিতিরই অনতিদুরে দাঁড়িয়ে আছে। সোমবার সকালেই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০-র ওপরে, এবং মৃতের সংখ্যা ৭। দেশে করোনার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মহারাস্ট্র ও কেরালা এই দুট্ রাজ্য। ইতিমধ্যেই এই দুই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে। এই অবস্থা পর্যবেক্ষণ করেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে ৩১শে মার্চ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবও বাজারে বহুল পরিমানে পড়বে তা আগে থেকেই বলছেন বিশেষজ্ঞরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022