
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনার থাবা পড়ল বলিউড তারকা আমীর খানের বাড়িতে। সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি জানালেন এই কথা। এও জানালেন যাঁরা পজিটিভ এসেছেন তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং অভিনেতার পরিবারের কেউ সংক্রামিত হয়নি।
তাঁর লিখিত বিবৃতিতে তিনি জানান, আমার বাড়ির বেশ কিছু পরিচারক ও কর্মী করোনী পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এরা সকলেই এখন কোয়ারেন্টাইনে আছেন। আমি বিএমসিকে অভিনন্দন জানাতে চাই তাঁদের তৎপরতার সাথে সমস্ত ব্যবস্থা করার জন্য। করোনা পরীক্ষার ফল জানার পর দ্রুত গতিতে এদের সকলের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, “বিএমসি এর পর অত্যন্ত দ্রুত আমাদের বাড়ি ও সম্পূর্ণ সোসাইটি স্যানিটাইজ করেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ।” তাঁর পরিচারকদের সাথে সাথে আমির খানের পরিবারেরও করোনা পরীক্ষা করা হয়, কিন্তু তাদের ফল নেগেটিভ এসেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022