এবার করোনার গ্রাসে পাঞ্জাব

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার পাঞ্জাবেও করোনা আতঙ্ক। ভারতে ইতিমধ্যেই ৩১জন করোনায় আক্রান্ত হয়েছে বলে ঘোষনা করেছে স্বাস্থ্য মন্ত্রক। এরই মধ্যে শনিবার পাঞ্জাবের দুই বাসিন্দাকে করোনা আক্রান্ত সন্দেহে আলাদা রাখা হল। এই দুজনই পাঞ্জাবের বাসিন্দা, এবং ইতালী থেকে ফেরার পরই এদের পরীক্ষা করা হয়, তখন কিছু না মিললেও শনিবার অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে এঁদের দ্বিতীয়বার পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইতালী থেকে দিল্লি হয়ে পাঞ্জাবে ফেরার পরই শ্রী গুরু রাম দাস জী আন্তর্জাতিক বিমান বন্দরেই তাঁদের করোনার লক্ষণ দেখা ‌যায়, এবং এরপরেই তাদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরীত করা হয়। এদিন হাসপাতালের সিভিল সার্জেন ডা প্রভদীপ কৌর জোহাল জানান, এই দুই জনেরই সোয়াব ও রক্তের নমুনা পাঠানো হয়েছে ‌যার রিপোর্ট শনিবার সন্ধে বা সোমবার সকালের মধ্যে পাওয়া ‌যাবে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube