
নিউজটাইম ওয়েবডেস্ক : জল্পনা কাটিয়ে ফের বাড়ল পেট্রোলের দাম। একইসঙ্গে মূল্যবৃদ্ধি ঘটেছে ডিজেলেরও। মূল্যবৃদ্ধি পর রবিবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৬৫ পয়সাতে। আন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৬৭ টাকা ০২ পয়সা।
শনিবার পর্য্ন্ত কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৫৩ টাকা। সুতরাং এবার পেট্রোলের দাম বাড়ল ১২ পয়সা। গত ১০ দিনে একবারই পরিবর্তন হয়োছে পেট্রোলের দাম। তবে এর মধ্যে একাধিকবার পরিবর্তিত হয়েছে ডিজেলের দাম। শনিবার পর্যন্ত ডিজেলের দাম ছিল ৬৬ টাকা ৯৭ পয়সা। সুতরাং রবিবারে ডিজেলের দাম বেড়েছে ০৫ পয়সা। চলতি সপ্তাহের মঙ্গলবার কমার পর ৭৪.৫৩ টাকাতেই থমকে গিয়েছে পেট্রোলের দাম। আগে কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৫৮ টাকা। মঙ্গলবার তা ০.০৫ পয়সা কমে ৭৪.৫৩ টাকাতে দাঁড়ায়। তারপর থেকে সেখানেই স্থির রয়েছে। অন্যদিকে মাঝে মধ্যেই কলকাতায় পরিবর্তিত হচ্ছে ডিজেলের দাম। একইসাথে শনিবার দিল্লিতে পেট্রোলের দাম আছে ৭১.৮৯ টাকা। এবং ডিজেলের দাম ৬৪.৬৫ টাকা। সুতরাং পেট্রোল এবং ডিজেল দুটিতেই কলকাতার দামের সঙ্গে দিল্লির দামের ফারাক রয়েছে তিন টাকার বেশি।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023