
নিউজটাইম ওয়েবডেস্ক : প্যারিসে এক চিনা পর্যটকের মৃত্যু হয়েছে ফুসফুসের সংক্রমণে। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি নোভাল করোনায় আক্রান্ত ছিলেন। এই প্রথম ইউরোপে কারো মৃত্যু হল করোনা সংক্রমণে। এখন পর্যন্ত চায়না মেনল্যান্ডের বাইরে চারজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। একজন হংকং, একজন ফিলিপাইনন, এবং একজন মারা গেছেন জাপানে। আর এবার প্যারিস।
ইতিমধ্যে ইজিপ্টে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আফ্রিকায় এটি প্রথম করোনা সংক্রমণের ঘটনা। করোনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বারোটির বেশি দেশে। বিশ্বের অধিকাংশ দেশ চিনের সঙ্গে সবরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023