
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার দেশের ৪১ টি কয়লা খনি বাণিজ্যিক ব্যবহারের জন্য নিলামে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্য রাখার সময়েই তিনি ফের একবার আত্মনির্ভর ভারত গড়ার বিষয়টি উত্থাপন করলেন। কয়লা খনির থেকে উৎপাদিত পণ্যের রপ্তানির পরিমাণ কমিয়ে, দেশএ উৎপাদিত পণ্য দেশবাসির ব্যবহারের কাজে লাগানোর কথা বললেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভারত পৃথিবিতে চতূর্থ বৃহত্তম কয়লার উৎস, এবং দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারি দেশ। তা সত্বেও ভারত কয়লা আমদানিতে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই করোনা পরিস্থিতিই ভারতের আমদানিকৃত দ্রব্যের ওপর নির্ভরতা কমাবার সময়। এনার্জি সেক্টরে ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য একটি বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। এইভিডিও বার্তয় তিনি বলেন, এইবারে বহু দশক ধরে চলে আসা লকডাউন তোলা হচ্ছে ভারতের কয়লা খনিগুলির ওপর। ভারতের সম্পদ এখন ভারতীয়রাই পাবে সবার আগে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022