এনসিবি অফিসে হাজির হলেন রাকুল

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডে মাদক মামলায় অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। জানা যাচ্ছে, এদিন সকাল সকালই তিনি পৌঁছে গিয়েছিলেন এনসিবি অফিসে। মূলত, তিনি মাদক ব্যাবহার করেন কিনা, কিংবা করলেও কতটা মাত্রায় করেন সেই নিয়েই প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। তবে শুধু রাকুলই নয়, এদিন জেরার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রসাদও।

যদিও বৃহস্পতিবার থেকে অবশ্য রাকুল দাবি করছিলেন তাঁর কাছে কোন সমন আসেনি। এমনকি এই নিয়ে এক সাংবাদিক বিবৃতিতেও অভিনেত্রীর তরফ থেকে জানানো হয়েছিল তাঁর মুম্বই কিংবা হায়দ্রাবাদের বাড়িতে এনসিবির কোনও সমন পৌঁছয়নি। কিন্তু রাতের দিকে তাঁর কাছে এনসিবির পক্ষ থেকে সমনের কপি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই রাকুল নিজের লিগাল টিমের সঙ্গে কথা বলে সাতসকালে হাজিরা দিতে পৌঁছে যান।

এদিকে গতকাল রাকুলের তাঁর তরফ থেকে সমনের বিষয়টি অস্বীকার করলেও এনসিবির আধিকারিক কেপিএস মালহোত্রা জানিয়েছেন, বুধবারই রাকুল প্রীত সিংয়ের নামে সমন জারি হয়েছে। তাঁর সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা হয়েছে। যদিও দক্ষিণ অভিনেত্রীর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। এরপরেই অভিনেত্রী সমনের কথা স্বীকার করেছেন। এদিকে আজ জেরা শুরু হওয়ার পর থেকেই একাধিক প্রশ্নবানে বিদ্ধ হতে শুরু করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই ফের বলিউড-মাদকচক্রের যোগাযোগের পর্দাফাঁস হয়েছে। রাকুল ছাড়াও দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, ফ্যাশন ডিজাইনার সিমোন খামবাট্টা সহ বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন এনসিবির আধিকারিকরা। এদিকে এই মাদক মামলায় গতকালই জেরা করা হয়েছিল ফ্যাশন ডিজাইনার সিমোন খামবাট্টাকে। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাঁকে ছাড়া হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube