এটিএম ব্যবহার ও মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে থাকছেনা কোন অতিরিক্ত চার্জ : নির্মলা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলার স্বার্থে দেশজুড়ে চলছে লকডাউন। আর তার প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কলকারখানার ওপর। বন্ধ রয়েছে আর্থিক লেনদেনও। এই পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে একাধিক ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এই মুহূর্তে দেশে লকডাউনের জেরে গৃহবন্দি বহু মানুষ। আর্থিক লেনদেন কম হওয়ায় টান পড়েছে নগদ টাকার ভাড়ারে। তাই ব্যঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে এতদিন যে সমস্ত বিধিনিষেধ ছিল, দেশের সংকটজনক অবস্থার কথা মাথায় রেখে সেসব ক্ষেত্রে সমস্ত নিয়ম শিথিল করলেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানান, আগামী ৩ মাস আগের মতোই গ্রাহকেরা যে কোন ব্যাঙ্কের এটিএম ব্যবহার করতে পারবেন তবে অন্য ব্যাঙ্কের এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবেনা।

এছাড়া, ব্যাঙ্ক আ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে যে অতিরিক্ত চার্জ কাটা হত, তাও গ্রাহকদের দিতে হবেনা। এর পরেই অর্থমন্ত্রী সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, খুব প্রয়োজন না হয়ে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বেশি পরিমান লেনদেন করুন। এদিন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে সাথে নিয়ে সারা দেশের অসংখ্য গৃহবন্দি মানুষদের কথা বিবেচনা করেই একাধিক আর্থিক ছাড়ের ঘোষণা করলেন ন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube