
এটিএম মেশিনে কার্ড আটকে প্রায় তিন লক্ষ টাকা খোয়ালেন সরসুনার থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত মাইতি । ঘটনাস্থল বকুলতলার অ্যাক্সিস ব্যাঙ্ক।
সরসুনার বাসিন্দা নাম দেবব্রত মাইতি আজ তার মেয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের জন্য টাকা তুলতে গিয়েছিলেন গতকাল বকুলতলার অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমে। এটিএম কার্ড এটিএম মেশিনে পাঞ্চ করার পরেই যখন পিন প্রেস করেন তখন হঠাৎই এটিএম কার্ডটি আটকে যায় বলে জানাচ্ছেন তিনি । কোন লেনদেনও হচ্ছিল না এবং এটিএম কার্ডটি পুরো এটিএম মেশিনের মধ্যে আটকে গেছিল বলে জানা গিয়েছে ।
তারপর ওই ব্যক্তি চৌরাস্তা এক্সিস ব্যাঙ্কে যান । তখনই ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা জানাতে থাকেন । আর ঠিক সেই সময়ই তার কাছে এসএমএস আসে গোয়ার কোন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে ১১বার টাকার লেনদেন করেছেন এবং দু’বার পারসেজ করে ৩ লক্ষ টাকা তুলেছেন ।ওই ব্যাক্তি স্থানীয় থানা এবং লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত ব্যাঙ্কের তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে ।
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023