এখনও শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই প্রণব মুখোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনও ভেন্টিলেশনে থাকলেও তাঁর শারীরিক অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল। সোমবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয় সেনা হাসপাতালের তরফ থেকে। আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের বুলেটিনে বলা হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার দিকে প্রতিনিয়ত প‌র্যবেক্ষন রাখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হলেও, তাঁর ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। ভেন্ডিলেটশনেই আছেন তিনি। তবে তাঁর প‌র্যবেক্ষনে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন।

রবিবার প্রাক্তন রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ ট্যুইট করে জানান, প্রণব বাবুর শরীর বর্তমানে বেশ খানিকটা স্থিতিশীল। সাধারণ মানুষকে ধন্যবাদ দিয়ে জানান, ‌যে আপনাদের সকলের শুভকামনায় ও প্রার্থনার জোরে তাঁর বাবার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল। তিনি লেখেন, আশাকরি খুব শিগগিরিই আমাদের মধ্যে ফিরে পাবো বাবাকে।

‌যদিও এর আগে রবিবার মেডিক্যাল বুলেটিনে জাানানো হয় প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তখনও তিনি ভেন্টিলেটরি সাপোর্টে আছেন। তবে তাঁর শারীরিক বিভিন্ন উপাদানের অবস্থা স্থিতিশীল। এর সাথে সাথে তিনি কোভিড পজিটিভও বটে। এবং বেশ কিছু কো-মর্বিটিজও রেয়েছে তাঁর।

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রণব কন্যা শর্মিষ্ঠা ট্যুইটে স্মৃতিচারণা করেন। বলেন “সেই ছোট্টবেলা থেকে বাবা ও কাকা মিলে গ্রামের বাড়িতে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতেন। তারপর থেকে একবারও স্বাধীনতা দিবস বাদ ‌যায়নি। এমনকি গত বছরও বাড়িতে ছোটো করে এই কার্মসূচি পালন করি। তবে আমার স্থির বিশ্বাস সামনের বছর বাবা এই দিনটা আমাদের সাথেই আবার একই রকম ভাবে কাটাবেন।”

প্রসঙ্গত, গত শনিবার বাথরুমে পরে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাতে মস্তিস্কে জমাট বেঁধে ‌যায় রক্ত ফলে বেশ কিছু স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। এরপরেই অস্ত্রপচার করা হয়। তা সফল হলেও এরপরেই কোমায় আচ্ছন্ন হন এবং ভেন্টিলেশনে রাখতে হয়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube