এখনও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি নেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারিরীক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানানো হল দিল্লির সেনা হাসপাতাল থেকে। হিমোডায়নামিকালি স্থিতিশীল হলেও এখনও ভেন্টিলেশনেই আছেন তিনি।

শুক্রবার সেনা হাসপাতালের তরফ থেকে মেডিক্যাল বুলেটিনে বলা হয়, প্রাক্তন রাষ্ট্রপতি এখনও প‌র্যন্ত ভেন্টিলেশনেই আছেন। তবে তাঁর ভাইটাল প্যারামিটার গুলি স্থিতিশীল। এর সাথে তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছে। তিনি হিমোডায়নামিকালি সুস্থ আছেন।

গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তী হওয়ার পরই জরুরী ভিত্তিতে তাঁর মস্তিস্কে জমাট বাঁধা রক্তের অস্ত্রোপচার করা হয়। এরপরই গভীর কোমায় আচ্ছন্ন হন তিনি। এর সাথে তাঁর শরীরে করোনা সংক্রমণও ধরা পড়ে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube