
নিউজটাইম ওয়েবডেস্ক : ম্যাজিশিয়ানের শো এখনই শেষ হচ্ছে না। আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর। জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যাবেন লিও মেসি। বিশ্বকাপ জয়ের পরই নিজের পরবর্তী সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এলএমটেন। আগেই ঘোষণা করেছিলেন এটাই শেষ বিশ্বকাপ ।
তবে ৩৫-র মেসি আগামী কয়েক বছর যে নীল সাদা জার্সিতে খেলবেন তা স্পষ্ট করে দিলেন। আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন,আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়নের মতোই দেশের হয়ে খেলাটা চালিয়ে যেতে চাই। দ্য শো ইজ গো তান ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023